ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদদের পরিবারের জন্য বিশাল সুখবর!

প্রকাশিত: ১৫:৩৯, ১৭ মে ২০২৫

জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদদের পরিবারের জন্য বিশাল সুখবর!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 'জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫' নামে একটি খসড়া অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের আওতায় শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ, আবাসন সুবিধা এবং আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। তবে মিথ্যা পরিচয়ে সুবিধা গ্রহণ করলে দুই বছরের কারাদণ্ড এবং গৃহীত অর্থের দ্বিগুণ ফেরত দিতে হবে।

অধ্যাদেশের অধীনে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' গঠন করা হবে, যা শহীদ পরিবার ও আহতদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। আহতদের তিন শ্রেণিতে ভাগ করে (ক, খ, গ) আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আহতদের জন্য গুরুতর আহতদের 'ক্যাটাগরি এ' অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, আজীবন চিকিৎসা সেবা, কর্মসংস্থান প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও প্রদান করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করছে এবং তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তবে, এই সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তদারকি ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা জরুরি।

এসইউ

×