ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অবিলম্বে শপথ নয়তো ঢাকা ব্লকেড: ডেমরা বিএনপির হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৮:০৪, ১৭ মে ২০২৫; আপডেট: ১৮:০৭, ১৭ মে ২০২৫

অবিলম্বে শপথ নয়তো ঢাকা ব্লকেড: ডেমরা বিএনপির হুঁশিয়ারি

ছবি: জনকণ্ঠ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকা সত্ত্বেও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ করতে না দেওয়ার ঘটনায় ডেমরা থানা বিএনপি শনিবার (১৭ মে) বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। অনির্বাচিত প্রশাসকের চাইতে জনতার মেয়র উত্তম— এই স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে আটটায় সারুলিয়া ওয়াসা রোড এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এবং প্রতিবাদী অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগর ভবনের উদ্দেশে রওনা হয় ডেমরা থানা বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবীর নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী এস এম রেজা সেলিম এবং সদস্য সচিব পদপ্রার্থী আনিসুজ্জামান। বিক্ষোভে অংশ নেয় ডেমরা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভে অংশগ্রহকারীরা বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জনতার নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়া সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা অভিযোগ করেন, একজন অনির্বাচিত প্রশাসক দিয়ে সিটি করপোরেশন পরিচালিত হওয়ায় এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম ভেঙে পড়েছে। পানিবন্দি অভ্যন্তরীণ সড়ক, জরাজীর্ণ ব্রিজসহ নানামুখী দুর্ভোগে ভুগছে নগরবাসী। তারা বলেন, এসব সমস্যার স্থায়ী সমাধান শুধুমাত্র একজন জবাবদিহিতার আওতায় থাকা নির্বাচিত মেয়রের মাধ্যমেই সম্ভব।

এস এম রেজা সেলিম ও আনিসুজ্জামান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাননীয় আদালতের রায় বাস্তবায়ন করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রয়োজনে রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি দেওয়া হবে।

নেতারা আরও বলেন, বিএনপি এখনও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রাজপথে কঠোর আন্দোলনের বিকল্প থাকবে না। অবিলম্বে জনতার রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এসইউ

আরো পড়ুন  

×