ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ওষুধেও কমছে না রক্তচাপ? এই একটি ভুলেই সর্বনাশ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ১৭ মে ২০২৫

ওষুধেও কমছে না রক্তচাপ? এই একটি ভুলেই সর্বনাশ!

ছবি: সংগৃহীত

রেজিস্ট্যান্ট হাইপারটেনশন শুধুমাত্র উচ্চ রক্তচাপের একটি জটিল রূপ নয়, এটি একটি স্বতন্ত্র চিকিৎসাজনিত অবস্থা, যা গভীর অনুসন্ধান, লক্ষ্যভিত্তিক চিকিৎসা এবং রোগী ও চিকিৎসকের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন করে।

ভারতে উচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্যঝুঁকি। তবে যখন প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো কার্যকর হয় না, তখন দেখা দেয় আরও গুরুতর এক অবস্থা, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, যা বিশেষায়িত চিকিৎসা চায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, উচ্চ রক্তচাপে ভোগা প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে মাত্র একজন (২১%) রোগী তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ এর একটি সেকেন্ডারি বিশ্লেষণে দেখা গেছে, ভারতে উচ্চ রক্তচাপে আক্রান্ত নারীদের প্রায় ৩৬.৮% এবং পুরুষদের ৪৯.৫% চিকিৎসা গ্রহণের পরও রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এটি শুধুমাত্র সাধারণ উচ্চ রক্তচাপ নয়—এটি এমন এক রেজিস্ট্যান্ট রূপ, যা প্রচলিত চিকিৎসা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসে না এবং আরও বিশেষায়িত দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়।

শহীদ

×