ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাযা পড়া হারাম: হাবিবুর রহমান মিসবাহ

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ মে ২০২৫; আপডেট: ১৪:৪৮, ১৭ মে ২০২৫

এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাযা পড়া হারাম: হাবিবুর রহমান মিসবাহ

ছবিঃ সংগৃহীত

ইসলামিক স্কলার হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে ফজলুর রহমান সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, "এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাযা পড়া হারাম। তবে, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসলে বিষয়টি ভিন্ন হবে।"

তার এ মন্তব্যের পরই বিভিন্ন মতের নেটিজেনরা তার পোস্টে কমেন্টে তাদের মনোভাব ব্যক্ত করছেন। একজন বলছেন, "আপনার ঘরে এই পর্যন্ত কোনো হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন", অন্যজন বলছেন, "সহমত পোষণ করছি"। অনেকেই তার কথাকে "রাইট" বলছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/19Fa8FPyr6/

 

মারিয়া

×