ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রাঙামাটিতে এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ২২:২৬, ১ জুলাই ২০২৫

রাঙামাটিতে এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র আলম ডকইয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় কতোয়ালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত উর্মি রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা। ওসি সাহেদ উদ্দিন বলেন, “দাম্পত্য কলহের জেরে উর্মি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আসিফ

×