ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরা সরকারি কলেজ–মাছখোলা রোডের বেহাল দশা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

মহাসিন কবির, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ২২:৪৬, ১ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৭, ১ জুলাই ২০২৫

সাতক্ষীরা সরকারি কলেজ–মাছখোলা রোডের বেহাল দশা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা সরকারি কলেজের মাঠ থেকে মাছখোলা দিকে যাওয়া সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী কলেজে যাতায়াত করে এবং আশপাশে বসবাসরত সাধারণ মানুষ নানা প্রয়োজনে চলাচল করে থাকে। তবে রাস্তার বর্তমান অবস্থা এতটাই খারাপ যে বর্ষা মৌসুমে তা রীতিমতো হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়ে।

জলাবদ্ধতা, বড় বড় গর্ত, কাদামাটি ও ইট–বালুর ভাঙা চিহ্ন রাস্তাটিকে যেন একটি কাঁচা খালায় রূপ দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও শিশুদের। প্রতিনিয়ত ভিজে কাপড়ে কলেজে যাওয়া, জুতা–স্যান্ডেল হারিয়ে ফেলা, সাইকেল বা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া—এসব যেন নিত্যদিনের ঘটনা।

এলাকাবাসী জানিয়েছে, বহুবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যায়, যার ফলে বর্ষা মৌসুমে কলেজ যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে। জনদুর্ভোগ লাঘব করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।

ইমরান

×