ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

দুই উপজেলার সংযোগকারী একমাত্র বাঁশের সাঁকো ভেঙে ভোগান্তিতে ১০ হাজার মানুষ

ইমতিয়াজ মাহমুদ ইমন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২২:৩৮, ১ জুলাই ২০২৫; আপডেট: ২২:৩৯, ১ জুলাই ২০২৫

দুই উপজেলার সংযোগকারী একমাত্র বাঁশের সাঁকো ভেঙে ভোগান্তিতে ১০ হাজার মানুষ

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সংযোগকারী একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। গত রবিবার গভীর রাতে ছনুয়া খালের ওপর নির্মিত সাঁকোটি হঠাৎ করে ভেঙে যায়।

প্রায় এক বছর আগে স্থানীয় কিছু উদার ব্যক্তি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সাঁকোটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকেই এটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম হয়ে উঠেছিল। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করে পারাপার করতেন।

স্থানীয়রা জানান, সাঁকোটি ভেঙে পড়ার ফলে অন্তত ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে। এখন ওই এলাকার মানুষকে বিকল্প পথ ধরে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

ছনুয়া ইউনিয়নের ছেলবন, খুদুকখালী, নোয়াপাড়া, বালুখালী ও ছোট ছনুয়া গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজাখালী বিআইউ (BIU) কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করত। এখন এসব শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয়রা আরও জানান, উঁচু এ বাঁশের সাঁকোটি পারাপারের সময় অনেকেই ভয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, খালে চলাচলকারী বড় মালবাহী জাহাজ বা সাম্পানের ধাক্কায় সাঁকোটি ভেঙে পড়েছে। সকালে তারা দেখতে পান সাঁকোটি ভেঙে গেছে।

রাজাখালী ও ছনুয়াবাসীর পক্ষ থেকে সাঁকোটি দ্রুত মেরামতের জোর দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

ইমরান

×