ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হে মোদি দাদা, হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশ ব্যাক করবা?: পিনাকী

প্রকাশিত: ১৪:৩৩, ১৭ মে ২০২৫; আপডেট: ১৪:৩৭, ১৭ মে ২০২৫

হে মোদি দাদা, হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশ ব্যাক করবা?: পিনাকী

ছ‌বি: সংগৃহীত

আজ ১৭ই মে শনিবার, প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করেন, “হে মোদি দাদা, হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশ ব্যাক করবা?"

সম্প্রতি ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন (অবৈধ অনুপ্রবেশ) করছে। এই প্রেক্ষাপটেই তিনি লেখাটি উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছে।

এএইচএ

×