ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বিএনপির স্মারকলিপি প্রদান

মামুন-অর-রশিদ, রাজশাহী

প্রকাশিত: ১৮:৫০, ১৭ মে ২০২৫

আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বিএনপির স্মারকলিপি প্রদান

ছবি: রাজশাহীতে স্মারকলিপি দেওয়ার পর বক্তব্য দেন বিএনপির নেতারা।

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেফতার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতারা। 

শনিবার (১৭ মে) বেলা দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে গিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানার সাবেক সভাপতি শওকত আলী, শাহমখ্দুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানার সাবেক সভাপতি আসনার আলী, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানার সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বিগত কয়েক মাসে রাজশাহী নগরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। শহরে যৌন হয়রানি বেড়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ রূপ নিয়েছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে হামলাকারীরা ও তাদের পৃষ্ঠপোষকেরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তারা গ্রেফতার হচ্ছে না।

স্মারকলিপিতে আরও বলা হয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ অপরিহার্য। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশকে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতিটি মামলার অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করতে হবে।

এছাড়াও স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকের আড্ডায় নিয়মিত অভিযান বাড়ানো এখন সময়ের দাবি। নগরে অল্প সময়ের ব্যবধানে একাধিক খুনের ঘটনা ঘটলেও অধিকাংশ অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। ভুগরইল এলাকায় এক যুবদল নেতার বাবাকে ও কাদিরগঞ্জে এক রিকশাচালককে হত্যার ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তাদের স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে নগরে কিশোর গ্যাং, ইভটিজার ও ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করে তা অনুযায়ী অভিযান পরিচালনা করান দাবি জানানো হয়। এছাড়া রাত্রিকালীন পুলিশ টহল বৃদ্ধির জোর দাবি জানানো হয়।

মিরাজ খান

×