ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে: উপদেষ্টা সাখাওয়াত  

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার।

প্রকাশিত: ২৩:০৯, ১৭ মে ২০২৫; আপডেট: ২৩:১২, ১৭ মে ২০২৫

যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে: উপদেষ্টা সাখাওয়াত  

শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মৌলভীবাজারের চা শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

এ সময় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও সেনিটেশন সমস্যার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা  বলেন, নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সাথে কথা বলে চেষ্টা করবেন। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে।


শনিবার (১৭ মে) দুপুরে শ্রম দপ্তরের আয়োজনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তর হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ সময়  উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা পরিরচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রম দপ্তরের উপ পরিচালক মহব্বত হোসেন সহ অন্যন্যরা।


এর আগে উপদেষ্টা শ্রম দপ্তর প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন।

রিফাত

×