
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের সংগঠন ‘রেড জুলাই’ তাদের ফেসবুক পেজে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো এক যুবকের গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকালীন একটি ভিডিও পোস্ট করেছে।
‘১৭ বছরেই হয়তো তার জীবনটা থমকে গেল’ ক্যাপশনে আপলোড দেওয়া ওই ভিডিওতে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খুব কৃতজ্ঞ ভাই, কতটা কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না।
তখন এক গণমাধ্যমকর্মীরা, ‘আমরা বেশি কৃতজ্ঞ’ জানিয়ে তাঁকে বলেন, ‘তুমি আমাদের ভাগের গুলিটা নিয়েছ। তুমি এই দেশের বীর।’
এরপর চোখ হারানো ওই যুবক জানান, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য দেখে তিনি আর ঘরে থাকতে পারেনি। বন্ধুদের সাথে মিলে ১৭ জুলাই রাজপথে নেমে আসেন।
তিনি আরও বলেন, ‘আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আর কলেজে ভর্তি হয়নি। বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল, পাসপোর্টও হয়ে গিয়েছিল।’
সূত্র: https://www.facebook.com/share/v/1C2z61ExEy/
রাকিব