ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান ও চীনের নতুন যৌথ রণকৌশলের মডেল: ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯, ১৮ মে ২০২৫

পাকিস্তান ও চীনের নতুন যৌথ রণকৌশলের মডেল: ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান নতুন এক যুদ্ধনীতি 'এবিসি (ABC)' প্রয়োগ করেছে, যা যুদ্ধক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী কৌশলগত যুগের সূচনা করেছে। এই কৌশল তিনটি ধাপে বিভক্ত—‘এ’ নির্ধারণ করে আক্রমণের লক্ষ্য, ‘বি’ বাস্তবায়ন করে হামলা, আর ‘সি’ দেয় নির্দেশনা ও সমন্বয়।

পাকিস্তানের বিমান বাহিনী দাবি করেছে, এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার, অ্যাওয়াক সিস্টেম ও এয়ার সার্ভেইলেন্স প্রযুক্তি, যা দেশটির আকাশ প্রতিরক্ষায় এক বিকেন্দ্রীকৃত, তথ্যনির্ভর রণকৌশল গড়ে তুলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই কৌশলের পেছনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেমসহ একাধিক চীনা প্রযুক্তিনির্ভর অস্ত্র ব্যবহারে এটা স্পষ্ট যে পাকিস্তান-চীন সামরিক সহযোগিতা এখন শুধুই অংশীদারত্ব নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের জন্য একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

মুমু

×