
ছবিঃ সংগৃহীত
স্পেনগামী লুফথানসার একটি যাত্রীবাহী বিমান পাইলট ছাড়াই প্রায় ১০ মিনিট আকাশে উড়েছে। এই সময়টিতে বিমানে ২০০ জনের বেশি যাত্রী ছিলেন। ভাগ্যক্রমে, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই সফলভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।
মার্কিন বার্তাসংস্থা এপি জানায়, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলার উদ্দেশে উড্ডয়ন করা একটি এয়ারবাস A321 মডেলের ফ্লাইটে এই ভয়াবহ ঘটনা ঘটে। বিমানের প্রধান পাইলট তখন বিশ্রাম নিচ্ছিলেন, আর সহ-পাইলট অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন, ফলে ককপিটে কেউ কার্যকরভাবে উপস্থিত ছিলেন না।
সিআইএআইএসি (CIAIAC), স্পেনের দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, বিমানটিতে তখন ১৯৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। অজ্ঞান কো-পাইলট অনিচ্ছাকৃতভাবে ফ্লাইট পরিচালনা করছিলেন। তবে, সক্রিয় অটোপাইলট থাকার কারণে বিমানটি স্থিতিশীলভাবে আকাশে উড়ছিল।
ককপিটের ভয়েস রেকর্ডিং বিশ্লেষণে দেখা গেছে, ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছিল, যা কো-পাইলটের শারীরিক অসুস্থতার প্রমাণ দেয়। পাইলট প্রথমে ককপিটে প্রবেশের নিয়মিত কোড ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু সাড়া না পেয়ে পাঁচবার চেষ্টা করেন এবং পরে অনবোর্ড টেলিফোনের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করেন।
শেষ পর্যন্ত, তিনি জরুরি কোড ব্যবহার করে ককপিটে প্রবেশ করেন এবং বিমানটির নিয়ন্ত্রণ গ্রহণ করে মাদ্রিদ বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। পরে কো-পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়।
লুফথানসা জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিষয়টি নিয়ে তাদের নিজস্ব ফ্লাইট সুরক্ষা বিভাগও অনুসন্ধান চালিয়েছে, যদিও প্রতিষ্ঠানটি এখনো নিজেদের তদন্তের ফল প্রকাশ করেনি।
মুমু