ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউক্রেনের একমাত্র নারী যোদ্ধা পাইলট

চোখে মাসকারা, নখে নেলপলিশ নিয়ে যুদ্ধের আকাশে লড়ছে ক্যাটারিনা

প্রকাশিত: ১৪:০৭, ১৮ মে ২০২৫; আপডেট: ১৪:১৪, ১৮ মে ২০২৫

চোখে মাসকারা, নখে নেলপলিশ নিয়ে যুদ্ধের আকাশে লড়ছে ক্যাটারিনা

ছবি :সংগৃহীত

রাশিয়ার সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়ে ফিরে আসা একটি হেলিকপ্টার ধীরে ধীরে বার্চ গাছঘেরা ধুলোমাখা একটি খোলা জায়গায় অবতরণ করল। দরজা খুলে বেরিয়ে এলেন পাইলট—চোখে মাসকারা, নখে গাঢ় বারগান্ডি রঙের নেলপলিশ। এক হাতে ভারী ফ্লাইট জ্যাকেট নিয়ে হাঁটছেন তিনি। তাঁর দিকে এগিয়ে এলেন এক গ্রাউন্ড ক্রু সদস্য, সহানুভূতির সুরে বললেন, “আমি নিয়ে যাই।”

কিন্তু ক্যাটারিনা হাত তুলে থামিয়ে দিলেন তাঁকে। যেন নিঃশব্দে জানিয়ে দিলেন—“একটা হেলিকপ্টার চালাতে পারলে, নিজের জ্যাকেটও আমি বহন করতে পারি।”

সেই পাইলটের নাম সিনিয়র লেফটেন্যান্ট ক্যাটারিনা। ইউক্রেনের একমাত্র নারী যুদ্ধ হেলিকপ্টার পাইলট। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ছেলেরা সব সময় নায়ক সেজে আপনাকে রক্ষা করতে চায়। কিন্তু আমি এখানে মেয়ে হয়ে আসিনি। আমি সৈনিক হিসেবে এসেছি। এক সময় আমাদের সেনাবাহিনী এটা বুঝবে।”

ইউক্রেন বর্তমানে রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ করেছে। ফলে দেশটির সেনাবাহিনী নতুন সেনা নিয়োগে তৎপর হয়ে উঠেছে। নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য চালানো হচ্ছে বিশেষ প্রচারাভিযান। কমান্ডারদের জন্য চালু করা হয়েছে লিঙ্গসমতা বিষয়ক প্রশিক্ষণও।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীতে নারীর সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। বর্তমানে প্রায় ৭০,০০০ নারী ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত, তবে এদের মধ্যে মাত্র ৫,৫০০ জন রয়েছেন সরাসরি যুদ্ধের দায়িত্বে।

তবে নারী সেনারা বলছেন, পুরুষদের তুলনায় তাদের এখনো বহু বাধা অতিক্রম করতে হয়। সামরিক বাহিনীতে লিঙ্গভিত্তিক বৈষম্য এখনো বাস্তবতা।

এমন পরিস্থিতিতে ক্যাটারিনা শুধু একজন দক্ষ পাইলটই নন, বরং নারী সেনাদের জন্য অনুপ্রেরণার প্রতীক। সেনাবাহিনী জানিয়েছে, ক্যাটারিনা একটি সামনের সারির হেলিকপ্টার ঘাঁটিতে বহু পুরুষ পাইলটের সঙ্গে কাজ করছেন। নিরাপত্তার কারণে সেই পূর্ণ নাম প্রকাশ করা হয়নি।

ক্যাটারিনা বলেন, “আমি চাই আরও নারীরা হেলিকপ্টার চালাক। " তিনি জানান, তাঁর ফ্লাইট স্কুলে ৪৫ জন পুরুষ শিক্ষার্থীর মধ্যে তিনি ছিলেন একমাত্র নারী। বর্তমানে ইউক্রেনের শীর্ষ সামরিক উড়োজাহাজ প্রশিক্ষণ কেন্দ্র—খারকিভ ন্যাশনাল এয়ার ফোর্স ইউনিভার্সিটিতে অল্প কিছু নারী পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন।

 

সূত্র - https://www.nytimes.com

 

সা/ই

সম্পর্কিত বিষয়:

×