ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

স্বর্গীয় সৌন্দর্যে মোড়া কুমিল্লার ডালপা বিল

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ২৩:২৩, ২ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২৯, ২ জুলাই ২০২৫

স্বর্গীয় সৌন্দর্যে মোড়া কুমিল্লার ডালপা বিল

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার মুরাদনগরের এক অনন্য প্রাকৃতিক রত্ন। বর্ষা এলেই এই বিল পানিতে থইথই করে, চারপাশে ছড়িয়ে পড়ে সবুজ ও শান্তির এক অপরূপ পরিবেশ। এই সময়টায় ডালপা বিলে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের পদচারণা ঘটে, যারা প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি খুঁজতে আসেন।

ডালপা বিল কোথায় এবং কেন এত জনপ্রিয়? কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকার সংযোগস্থলে অবস্থিত এই বিল। হাওরের মতো বিশাল আয়তনের বিলটি আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে পরিপূর্ণ থাকে জলে, আর শুষ্ক মৌসুমে রূপ নেয় সবুজ ফসলের রাজ্যে।

পর্যটকদের আকর্ষণ কী?

  • সবুজ পথের ভেতর দিয়ে পানির মাঝে হাঁটার অভিজ্ঞতা
  • পানিতে প্রতিফলিত মেঘ, পাখির ছায়া আর সন্ধ্যার আলো
  • নৌকা ভ্রমণ ও বিল ভ্রমণের সুযোগ
  • স্থানীয় দোকানে মুখরোচক খাবার
  • বিলের মাঝখানে ফ্লোটিং রেস্টুরেন্ট তৈরির পরিকল্পনা

ডালপা বিলে গড়ে উঠেছে দোকানপাট, কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অনেকেই। সমিতির সভাপতি আবুল কালাম জানান, প্রতিদিন ৮–১০ হাজার দর্শনার্থী আসছেন এই বিলে। সাবেক সভাপতি স্বপন মিয়া জানিয়েছেন, শিগগিরই বিলের মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট চালু হবে, যেখানে থাকবে বাংলা ও চাইনিজ খাবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, "পর্যটন সুবিধা বাড়াতে তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।"

দেবীদ্বার থেকে আসা মো. আল আমিন বলেন, "আমি বিশ্বাস করতে পারছিলাম না কুমিল্লাতেই এমন সুন্দর বিল আছে। দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন স্বর্গে এসে পড়েছি।"

ডালপা বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড় এবং স্থানীয় উদ্যোগ প্রমাণ করে যে, এটি শুধু মুরাদনগরের নয়। পুরো কুমিল্লার সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। উপযুক্ত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ডালপা বিল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র।

শহীদ

×