ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজার ভিডিও নিজেদের হামলা বলে প্রচার! ভুয়া খবর প্রচারে ভারত মিডিয়া

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ মে ২০২৫

গাজার ভিডিও নিজেদের হামলা বলে প্রচার! ভুয়া খবর প্রচারে ভারত মিডিয়া

ছবি :সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে যাচাই-বাছাই না করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে ভারতীয় গণমাধ্যমের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। 

পত্রিকাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি প্রধান সংবাদমাধ্যম গাজা উপত্যকার পুরনো বোমা হামলার ভিডিও ব্যবহার করে তা পাকিস্তানে সাম্প্রতিক হামলার দৃশ্য হিসেবে উপস্থাপন করেছে। এসব ভিডিওর এসব ভিডিওর সত্যতার প্রমাণ তারা দেয়নি । 

প্রতিবেদনে আরও বলা হয়, খ্যাতনামা ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি ছিল ভিত্তিহীন ও গুজবনির্ভর।

এছাড়া, প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও জোরদার করেছে এবং অন্তত ৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যেগুলোর অধিকাংশই ছিল পাকিস্তানি নাগরিকের মালিকানাধীন। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সংবাদমাধ্যমের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং সরকারের কণ্ঠরোধমূলক অবস্থান ভারতীয় গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সা/ই

×