ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প, কারণ কি?

প্রকাশিত: ১৬:০২, ১৮ মে ২০২৫

মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প, কারণ কি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বেড়ে চলছে। মুসলিম দেশগুলোর সঙ্গে এই সফরের অর্জন ও প্রভাব নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি এক বিশেষ ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ট্রাম্পকে এক অনন্য উপহার দেওয়া হয়েছে—এক ফোঁটা তেল। এই অনবদ্য উপহারের পেছনের রহস্যই এখন সবাই জানতে আগ্রহী।

সংযুক্ত আরব আমিরাতের তিন দিনের সফরের সমাপ্তিতে ট্রাম্প পেলেন একটি বিশেষ উপহার। দেশটির শিল্পমন্ত্রী ডক্টর সুলতান আহমেদ আল জাবের হাতে তুলে দেন একটি বাক্স, যার মধ্যে ছিল এক ফোঁটা মারবান তেল। ট্রাম্প হাসিমুখে বলেছিলেন, “এ গ্রহের সবচেয়ে সেরা তেল এটি,” যদিও তিনি উল্লেখ করেন যে, মাত্র এক ফোঁটা তেল পাওয়া হয়েছেও তাদের রসিকতা ছিল।

এই তেলটি আবুধাবির মারবান ওয়েলের, যা ‘শ্যাম্পেন অফ ক্রুড ওয়েল’ নামে পরিচিত। মারবান তেল লাইট ও সুইট হিসেবে খ্যাত—কারণ এর কম ঘনত্ব এবং কম সালফার উপাদান। বিশেষজ্ঞদের মতে, এটি বিশ্বের সেরা মানের ক্রুড তেল, যা জেড ফুয়েল, প্রিমিয়াম পেট্রোল ও হাই গ্রেড ডিজেলের জন্য উপযুক্ত। আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি মারবান তেল পরিচালনা করে এবং এটি বিশ্বব্যাপী রপ্তানি হয়।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে, কার্বন ফুটপ্রিন্ট কমানোর গুরুত্ব বাড়ার কারণে এই ধরনের পরিবেশবান্ধব তেলের চাহিদা বেড়ে চলেছে। ১৯৫৮ সালে আবিষ্কৃত মারবান তেলের গ্রেভিটি ৪০ এবং সালফারের পরিমাণ খুবই কম হওয়ায় এটি কম কার্বন নির্গমনকারী হিসেবে পরিচিত।

এই সফরের একটি বড় অর্জন ছিল সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বিশাল জ্বালানি বিনিয়োগ চুক্তি। এই চুক্তি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে দুই দেশ মিলে জ্বালানি খাতে মোট ৪৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জ্বালানি ক্ষেত্রের জন্য বড় পরিবর্তন আনবে।

 

রাজু

×