ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দিব না: পাকিস্তান

প্রকাশিত: ১৮:২২, ১৮ মে ২০২৫

আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দিব না: পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তান কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবে না— এমন স্পষ্ট বার্তা দিলেন দেশটির প্রতিরক্ষা শিল্পমন্ত্রী রাজা হায়াত। সৌদি আরব সফররত অবস্থায় এক বক্তব্যে তিনি বলেন, “ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং পাকিস্তান তার শাসকগোষ্ঠীকে কখনোই স্বীকৃতি দেবে না।”

এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরই এসেছে। ট্রাম্প বলেছিলেন, সৌদি আরবসহ মুসলিম বিশ্বের কিছু দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে রাজা হায়াত স্পষ্ট করে দেন, ইসলামাবাদ এ পথে হাঁটবে না।

তিনি আরও বলেন, “পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের পাশে সবসময় থাকবে। ইসরাইল কিছু দেশের সহায়তায় ইসলামাবাদকে ক্ষতি করতে চায়— তবে আমরা তা প্রতিহত করব।”

এদিকে, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আশঙ্কায় ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু তাঁর বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক গ্রেফতারি আদেশ কার্যকরের আশঙ্কায় সফরটি বাতিল করেন।

নুসরাত

×