ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা

প্রকাশিত: ২১:০৭, ১৮ মে ২০২৫

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইস্ট রিভার দিয়ে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ। এ ঘটনায় অন্তত দুজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। রবিবার নিউইয়র্ক সিটি মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। মেয়র এরিক অ্যাডামস বলেন, সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল এবং এটি সৌজন্যমূলক সফরে নিউইয়র্কে এসেছিল। ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজটি যখন বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়। প্রতিবেদনে বলা হয়, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের ওপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েক ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন।

প্যানেল

×