
ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর নতুন হামলায় অন্তত ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবিরতি আলোচনা দ্বিতীয় দিনের মতো চলছে কাতারে।
রোববার ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমাদের দল দোহায় আলোচনা চালিয়ে যাচ্ছে। যদি হামাস সব জিম্মিকে মুক্তি দেয়, নিজেদের নেতৃত্ব নির্বাসনে পাঠায় এবং গাজা থেকে অস্ত্র জমা দেয়, তাহলে যুদ্ধ বন্ধ হতে পারে।”
নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতেই রাজি আছেন তিনি। উইটকোফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে ১০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে, নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে, স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে, দখলদার নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে।
ইসরায়েলি সামরিক বাহিনী রোববার জানায়, তারা ‘অপারেশন গিডিয়নের রথ’ নামে নতুন সামরিক অভিযানে ব্যাপক স্থল হামলা শুরু করেছে, যেখানে নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ সেনারাও অংশ নিচ্ছে। তাদের দাবি, “হামাসের ডজনখানেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং বহু অবকাঠামো ধ্বংস করা হয়েছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
হামাসের অক্টোবর ২০২৩-এর হামলায় ইসরায়েলের ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। বর্তমানে ৫৮ জন জিম্মি রয়েছে, যাদের বেশিরভাগই সম্ভবত মৃত।
কাতারে চলমান আলোচনায় দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে জীবিত প্রায় ২০ জন জিম্মির অর্ধেককে মুক্তি দেওয়ার প্রস্তাব রয়েছে। ইসরায়েল বিনিময়ে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং মার্চ থেকে আরোপিত অবরোধ তুলে নেবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে উভয় পক্ষের সূত্র। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে।
সূত্র - https://www.theguardian.com/world/2025/may/18/gaza-ceasefire-talks-continue-as-israel-carries-out-fresh-wave-of-strikes , টাইমস অব ইসরায়েল
সা/ই