ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কে কোন ছবিতে অভিনয় করল এসব নিয়ে অন্তর্বর্তী সরকার কাউকে গ্রেফতার করবে না, অন্য কিছু কিনা সেটা খুঁজে বের করুন: প্রিন্স মাহমুদ

প্রকাশিত: ০১:১৪, ১৯ মে ২০২৫; আপডেট: ০১:১৫, ১৯ মে ২০২৫

কে কোন ছবিতে অভিনয় করল এসব নিয়ে অন্তর্বর্তী সরকার কাউকে গ্রেফতার করবে না, অন্য কিছু কিনা সেটা খুঁজে বের করুন: প্রিন্স মাহমুদ

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে বলেছেন, কে কোন ছবিতে অভিনয় করল এ সব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা ঘামিয়ে কাউকে গ্রেফতার করবে না এ বিষয়টা আমরা সকলে জানি।

সোমবার (১৯ মে) তিনি এ মন্তব্য জানান।

তিনি আরও বলেন,  অন্য কিছু কিনা সেটা খুঁজে বের করুন।

তার এ পোস্টে রিয়াজ হান্নান নামের একজন কমেন্ট করেছেন যে, প্রিন্স ভাই সবই ঠিকাছে,বাট মুজিব সিনেমায় তো কোন পারিশ্রমিক নেয়া হয়নি, নামমাত্র একটা এমাউন্ট দিয়ে লংকাকান্ড ঘটানো হল, তাহলে এই সিনেমার ইনভেস্টমেন্ট টা গেলো কোথায়? কত খরচ হল? কে কত নিলো? সে সঙ্গে যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে কিংবা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য ও রাস্তায় ছিলো তাদের ব্যাপারে??? প্রশ্ন থেকে যাচ্ছে অনেক...

ইমরান

×