
ছবি :সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে বিদেশগমনকালে ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয় তাকে। বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টার মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়।
জনপ্রিয় এই নায়িকার বিচিত্র রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন বহুবার আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সময়ে খোলামেলা পোশাক এবং বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তৈরি হয় বিভক্ত মত।
চলচ্চিত্রে নিয়মিত হিট না থাকলেও বিলাসবহুল জীবনযাপন এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা তাকে বারবার আলোচনায় রেখেছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নুসরাত ফারিয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
সর্বশেষ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে গণভবনে মনোনয়ন পেতে উপস্থিত ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এমপি হওয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি তার।
এই ঘটনার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা—তার এই গ্রেপ্তারের পেছনে শুধুই মামলার বিষয়, নাকি রয়েছে আরও রাজনৈতিক বা ব্যক্তিগত কারণ?
আওয়ামীলীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর, 'আলো আসবেই' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি।
সেই ধারাবাহিকতা বজায় রেখেই সামনে আসে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। বিভিন্ন মাধ্যমে চর্চিত হয়েছে, আওয়ামী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা।
অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাকের নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এতটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো সিনেমা হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া। এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব একটি জাতির রূপকার' সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার।
ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের,তাই কোনভাবে মন খারাপ হলেই ডাক পড়তো ঢালিউড নায়িকার। কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কে জেরে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙ্গে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সা/ই