
ছবিঃ সংগৃহীত
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজা অঞ্চলের সব সরকারি হাসপাতাল এখন সেবা প্রদান অক্ষম হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে।
রবিবার মন্ত্রণালয় জানায়, বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতাল ইসরায়েলি বাহিনীর ভারি গোলাগুলি ও অবরোধ এর কারণে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে রোগী, চিকিৎসাকর্মী ও জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে পারছে না। এটি ছিল উত্তর গাজার শেষ সক্রিয় সরকারি হাসপাতাল।
এর আগে বেইত হানুন হাসপাতাল এবং কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস হয়ে যায়। এর ফলে উত্তর গাজার সব সরকারি হাসপাতাল বর্তমানে সেবার বাইরে বলে ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী "অপারেশন গিদিওনের রথ" নামক একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দেয়, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে গাজায় সবচেয়ে প্রাণঘাতী হামলার ঢেউ সৃষ্টি করেছে।
এদিকে, হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন এক আলোচনা পর্বে হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে নয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গাজা উপত্যকার উত্তর অংশে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে, কারণ চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারাত্মক সংকটে পড়েছে।
সূত্র: বিবিসি
নোভা