
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সেনাবাহিনীতে যুক্ত হতে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম চলার সময় নিয়োগ প্রার্থীদের লাইনে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। রবিবার দামানিয়ো সামরিক ঘাঁটিতে এ হামলা হয়। হামলাকারী বিস্ফোরণটি ঘটানোর সময় কম বয়সী তরুণরা ঘাঁটিটির ফটকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। খবর ইয়াহু নিউজের।
সুলেইমান নামের সামরিক বাহিনীর এক ক্যাপ্টেন বলেছেন, আমি রাস্তার অপর পাশে ছিলাম। হঠাৎ একটি দ্রুতগতির টুকটুক (অটোরিক্সা) এসে থামে। এরপর এক লোক নেমে নিয়োগ প্রার্থীদের সারির দিকে দৌড়ে যান এবং তারপর নিজেকে উড়িয়ে দেন। ১০ জনকে মৃত দেখেছি আমি। এর মধ্যে নিয়োগপ্রার্থী ও পথচারীও রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে ফেলে যাওয়া কয়েক ডজন জুতা ও আত্মঘাতী বোমাবাজের দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। আবদিসালান মোহামেদ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাসে করে জায়গাটি পার হওয়ার সময় তিনি সামরিক ঘাঁটির ফটকে কয়েকশ’ কম বয়সীকে দেখেছিলেন।
প্যানেল