ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে গ্রেপ্তার হয়েছেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ২২:৫৯, ১৮ মে ২০২৫

যে কারণে গ্রেপ্তার হয়েছেন নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

বাস্তবতা আর রুপালি পর্দা আলাদা। তবে কখনো কখনো তা বড়ই বেসুরো হয়ে বেজে ওঠে জীবন ক্যানভাসে। 

এ যেমন ৫ আগস্ট বিশেষ বিমানে চেপে পালিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হলেও তার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া পেরোতে পারেননি বিমানবন্দরের চৌকাঠও। 

রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খবরের এমন সব শিরোনাম সিনেমার কোন চিত্রনাট্যের নয়। বাস্তবেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পড়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। 

রবিবার (১৮ মে) দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটার থানায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। 

জানা গেছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ১৭ জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে। যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব একটি জাতির উপকার’ ছবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। ৫ আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতে ফারিয়া। সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। 

মিরাজ খান

×