ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পলকের ঘনিষ্ঠ হয়েই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রঙিলা জীবন

প্রকাশিত: ২১:৪১, ১৮ মে ২০২৫

পলকের ঘনিষ্ঠ হয়েই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রঙিলা জীবন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছিলেন সাবেক মন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহযোগী নুসরাত ফারিয়া। আরেকটু হলেই উড়াল দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উড়োজাহাজে নয় পুলিশের হেফাজতেই গেলেন তিনি। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি এই বিতর্কিত অভিনেত্রীকে থানা থেকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। যার কোনটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন। খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপন নুসরাত ফারিয়ার। সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা সফল হয়নি। আর ৫ আগস্টের পর তার হাতে কোন কাজই ছিল না। তার পরিবারও সম্পদশালী নয়।

তারপরও ব্যবহার করতেন মার্সিডিজ অডির মত বিলাসী গাড়ি। তাহলে এই বিলাসী জীবনের অর্থের উৎস কি? 

অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশেই নাকি কপাল খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়তো এই অভিনেত্রীর। পলকের মন ভালো করে নিজের আঁখের গুছিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী। 

দীর্ঘ নয় বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেকার আলমের সাথে হয়েছিল তার বাগদান। পারিবারিকভাবে আংটি বদল হলেও শেষ পর্যন্ত তার বিয়েতে গড়ায়নি। হাসিনার প্রতিমন্ত্রী পলকের আকর্ষণ আর আপত্তিতেই নাকি সে বিয়ে ভেঙে দিয়েছিলেন নুসরাত। 

পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য। ২০২৪ এর নির্বাচনে প্রার্থী হতে জোর তদবির করেন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। তবে হাসিনা মন্ত্রীদের বান্ধবী কোটায় থাকা কাউকেই মনোনীত না করায় সংসদ সদস্য হওয়া তার কপালে জোটেনি। 

তবে পলকের অর্থসম্পদের প্রায় সবটাই নাকি আছে নুসরাতের জিম্মায়। তার ব্যাংকে নাকি পলকের টাকা। অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইনে জোয়ার মডেল হয়ে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নুসরাত। নেচে গিয়ে জুয়ার সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি।

নুসরাত যেন অন্ধকারের নায়িকা। তার সেই কালো হাতছানিতে ঢাকাই সিনেমার অনেক নায়ক ঝাপ দিয়ে বিতর্কে জড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা গা ঢাকা দেন বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার চেষ্টা করেন বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড পালাতে। কিন্তু কপাল মন্দ ধরা পড়ে যান পুলিশের জালে।

সূত্র: https://www.youtube.com/watch?v=6Z3b6JS0nqo

মিরাজ খান

×