ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে: পরীমনি

প্রকাশিত: ০১:২৭, ১৯ মে ২০২৫

সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে: পরীমনি

ছবি: সংগৃহীত

ঢলিউড অভিনেত্রী পরীমনি বলেন, সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ‘যেকোনো কিছুই এখন সংবাদ হয়ে যায় তো’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলব, এটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটির নিউজ আসবে, বা সংবাদপত্রের প্রথমে আসলে কোন হেডিংটা দেখতে পাবো, তো সে জিনিসটা দেখলাম যখন এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউবসহ নানা মাধ্যমে এতো বেশি ছড়িয়ে যাচ্ছে।’

পরীমনি জানান, ‘এই মুহূর্তে আমি দর্শক হিসেবে যেটা আমি বিশ্বাস করি, যদি আপনি কাজটা মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দিতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ, ভিউ দিয়ে কোনোকিছু হয় না।’

 

সূত্র: https://www.facebook.com/share/r/1AP1CN35f1/

রাকিব

×