
ছবি: সংগৃহীত
লিগের হতাশাজনক জার্নির শেষ দিকে অ্যাটলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে গিয়েও কোনো শিরোপা বাগাতে পারেনি। লা লিগা - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছে হেরে শিরোপার আশা বাদ দিয়ে এখন আনুষ্ঠানিকতা মেনে নিয়মরক্ষার ম্যাচ খেলছে দলটি।
পরপর তিনটি অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়েছে সিমিওনের শিষ্যরা। তবে হোমে বরাবরই নিজেদের সেরাটা দেয় অ্যাটলেটিকো। মৌসুমের শেষ হোম ম্যাচে আজও তার ধারাবাহিকতা বজায় রাখলো আলভারেজ, ডি পলরা। শক্তিধর রিয়াল বেটিসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
যেখানে আলভারেজ করেছে দুটি গোল। পুরো মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে এই আর্জেন্টাইন তারকা আছে দারুন ছন্দে। আর নরমন্ড ও কোরেয়া করেছে একটি করে গোল। ম্যাচ জুড়েই বলের দখল, টার্গেটে শট, পাসিংয়ে অনেকটা এগিয়ে ছিল সিমিওন শিষ্যরা।
বর্তমানে ৩৭ ম্যাচ খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের তিনে, সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়াল বেটিস আছে ছয় নম্বর স্থানে।
সুমাইয়া নৌমি/রাকিব