
ঢাকাই চলচ্চিত্রে তেমন সাফল্য না পেলেও বিলাসী জীবন ও রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে বহুদিন ধরেই ছিলেন আলোচনায়। অবশেষে সেই বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া ধরা পড়লেন পুলিশের জালে। রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন তিনি। ইমিগ্রেশন পুলিশের চেকপোস্টেই তাকে গ্রেফতার করা হয়।
নুসরাত ফারিয়া সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একাধিক গুঞ্জন ও বিতর্কে থাকা এই অভিনেত্রীর বিলাসী জীবন নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। অথচ চলচ্চিত্রে তার অবস্থান ছিল ‘ফ্লপ অভিনেত্রী’ হিসেবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামী নুসরাত ফারিয়া। তাকে বিমানবন্দর থেকে সরাসরি থানায় নেয়া হয় এবং পরে ডিবির হেফাজতে স্থানান্তর করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, পালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা আগেই জানতে পেরে ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছিল।
২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন নুসরাত। এরপর ভারত ও বাংলাদেশের কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেগুলোর কোনোটিই বাণিজ্যিকভাবে সফল হয়নি। অভিনয় ছাড়াও মডেলিং, উপস্থাপনা এবং গানের জগতে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও কোথাও তেমন সাফল্য পাননি।
তবে তার বিলাসী জীবনযাপন বরাবরই প্রশ্ন তুলেছে। পরিবার সাধারণ হলেও ব্যবহার করতেন মার্সিডিজ, অডি ব্র্যান্ডের গাড়ি। গুঞ্জন ছিল, সাবেক প্রতিমন্ত্রী পলকের ‘ঘনিষ্ঠতা’ থেকেই এসেছে এই বিত্ত বৈভব। অভিযোগ আছে, পলকের মন ভালো করতে ‘বিশেষ সম্পর্ক’ গড়ে তোলেন নুসরাত, যার বিনিময়ে পান নানা সুবিধা।
ব্যক্তিজীবনেও বিতর্ক পিছু ছাড়েনি। দীর্ঘ সম্পর্কের পর প্রেমিক ইফতেকার আলমের সঙ্গে বাগদান হলেও শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি। জানা গেছে, পলকের আপত্তিতেই সেই বিয়ে ভেঙে দেন নুসরাত। এমনকি তিনি নিজেও চেষ্টা করেছিলেন রাজনীতিতে প্রবেশের। ২০২৪ সালের নির্বাচনে সরাসরি প্রার্থী হতে না পেরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ারও তদবির করেছিলেন।
সম্প্রতি একটি বিতর্কিত অনলাইন গেমিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় নতুন করে আলোচনায় আসেন। তরুণদের বিপথে ঠেলে দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রবিবার থাইল্যান্ডে পালানোর চেষ্টাকালে ধরা পড়েন পুলিশের হাতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।
পলকের ঘনিষ্ঠ পরিচয়ে নানা সুবিধা নেওয়া, বিতর্কিত জীবনযাপন এবং আইন লঙ্ঘনের অভিযোগের মুখে থাকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এবার দেখার পালা, তদন্তে আরও কী কী অজানা তথ্য বেরিয়ে আসে।
আফরোজা