ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ মে ২০২৫

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। শনিবার দুপুরে ব্যাংককগামী একটি ফ্লাইট ধরতে গেলে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এ মামলা করা হয়, যেখানে অভিনেত্রী অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

তবে নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্র দাবি করেছে, তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যাচ্ছিলেন এবং এ সংক্রান্ত মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট অনেক আগেই নির্ধারিত ছিল।

ইমিগ্রেশন সূত্র জানায়, গ্রেপ্তারের পর ফারিয়াকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর ভাটারা থানায়।

নুসরাত

×