ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মাঙ্কি মাস্কে শাকিব! ‘তাণ্ডব’ টিজারে রহস্য আর অ্যাকশনের জ্বালাময়ী ঝড়

প্রকাশিত: ১৮:৫৫, ১৮ মে ২০২৫

মাঙ্কি মাস্কে শাকিব! ‘তাণ্ডব’ টিজারে রহস্য আর অ্যাকশনের জ্বালাময়ী ঝড়

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির ঘোষণা দিয়েছে আসন্ন ঈদুল আজহায়। আজ (১৮ মে) সকাল ১১টায় শাকিবের ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে ছবির টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক আলোচনা ও সাড়া ফেলেছে।

পরিচালক রায়হান রাফীর দেড় মিনিটের টিজারে দেখা যায় অ্যাকশন আর রহস্যের সমন্বয়। তবে টিজারের প্রথম এক মিনিটে শাকিবকে দেখা না গেলেও, ‘মাঙ্কি মাস্ক’ পরে এক গ্যাংয়ের মধ্যে তিনি রয়েছেন বলে ধারণা সৃষ্টি হয়েছে। এ মাস্ক খুলে শাকিবের উপস্থিতি প্রকাশ পেলে দর্শকদের কৌতূহল যেন আরও বেড়ে যায়।

টিজারে এই নতুন লুকে শাকিবকে দেখে ভক্তরা দারুণ মুগ্ধ, প্রশংসায় ভাসাচ্ছেন নায়ককে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন কোরবানি ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে আবারও ঢালিউডে দাপট দেখাতে চলেছেন শাকিব খান

 

রাজু

×