ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বরিশালে মাইক্রোবাস চাপায় জামায়াত নেতা নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৭:২৭, ৮ আগস্ট ২০২৫

বরিশালে মাইক্রোবাস চাপায় জামায়াত নেতা নিহত

ছবি: জনকণ্ঠ

ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল চালক জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য আবু তালেব নিহত হয়েছেন।

নিহত আবু তালেব উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে আবু তালেব তার নিজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেলযোগে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চালক আবু তালেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে। 

আবির

আরো পড়ুন  

×