
ছবি: সংগৃহীত
নানানভাবে বিতর্কিত হওয়া পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের শেষ কর্মদিবস করলেন শনিবার। দায়িত্ব নেওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে সচিব পদ থেকে সরে যেতে হলো। পরবর্তীতে জসিম উদ্দিনকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ঢুকতে দেওয়া হলেও সচিব হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জনকন্ঠকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিশ্বস্ত সূত্র। সম্ভাব্য পররাষ্ট্র সচিব হিসেবে নজরুল ইসলামের নিয়োগের কথাও রয়েছে বলে সূত্রটি প্রতিবেদককে জানায়।
কয়েকদনি যাবৎ জসিম উদ্দিনকে নিয়ে গুঞ্জন চলছিলো তাকে পররাষ্ট্র সচিব অব্যহতি দেওয়ার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা নিজে তার দপ্তরে ডেকে নিয়ে কয়েকটি পন্থায় অবসরের রাস্তা দেখান। সেসব পন্থাগুলোর যেকোনো একটি গ্রহন করার মাধ্যমে দায়িত্ব থেকে অব্যহতি দিবেন আশা করছেন পররাষ্ট্র মন্ত্রনালয়। তবে তিনি কোনো পন্থা গ্রহণ করেছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় নিশ্চিৎ করেননি। কিন্তু এটা নিশ্চিত শনিবারের পর থেকে উনাকে আর পররাষ্ট্র মন্ত্রনালয়ের সর্বেŸাচ্চ পদটিতে তিনি থাকছেন না। পররাষ্ট্র মন্ত্রনালয়ের নাম প্রকাশ না করা শর্তে বলেন, চারদিনের সফরে আগামী ২৮ শে মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এ সফরের প্রস্তুতিমূলক আলোচনা ও দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় নিয়ে গত ১৫ই মে টোকিওতে পররাষ্ট্র সচিব পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠক ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে জসিমউদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও নিজের চেয়ার নিয়ে অনিশ্চয়তায় অর্থাৎ যেতে পারছেন না বলে এফওসি স্থগিত করে দেন বিতর্কিত এই জসীম উদ্দি, যা নিয়ে ঢাকা- টোকিও ভুল বোঝাবুঝি তৈরি হয়। অবশ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে প্রত্যাহার করা হয়। দিনক্ষণ ঠিক রেখে অর্থাৎ ১৫ ই মে টোকিওতে এফওসি'র বৈঠক জানিয়ে বলা হয়, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বদলে সেই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলামের নেতৃত্বে টোকিওর এফওসি সম্পূর্ন হয়। ওয়াকিবহাল সূত্রের দাবি উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া অর্থাৎ সচিব পদে পরিবর্তনে সরকারের নীতিগত সিদ্ধান্ত, পররাষ্ট্র সচিবের মর্যাদা এবং ব্যক্তি জসীম উদ্দিনের ক্যারিয়ার-সব কিছুর মধ্যে একটি সমন্বয়ের চেষ্টা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ নিয়ে ৩টি বিকল্প প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে। এক. পররাষ্ট্র সচিব নিজে থেকে ছুটিতে চলে যাবেন। দুই. তাকে একটি দেশে রাষ্ট্রদূত পদে পদায়ন করা হবে। ৩. আপাততঃ তাকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর (শূণ্য) পদে বদলি করে দেয়া হবে। উল্লেখ্য, অনেক সিনিয়রকে ডিঙ্গিয়ে মো. জসীম উদ্দিনকে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের নীতিনির্ধারকরা। তাকে অনেকটা নীরবেই গুরত্বপূর্ণ ওই পদে বসানো হয়। ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর পাওয়া ওই নিয়োগে বিএনপি কানেকশনকে কাজে লাগিয়ে ছিলেন জসীম উদ্দিনের সুহৃদরা। অনেকটা নিঃশব্দে গত বছরের ৮ই সেপ্টেম্বর মো. জসীম উদ্দিনের নাম নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জুড়ে দেয়া হয় মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। তখনো তার নিয়োগ সংক্রান্ত অফিস আদেশের কপি প্রকাশ হয়নি। স্মরণ করা যায়, আগামী বছরের ১২ই ডিসেম্বর অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা তার। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের সর্বশেষ সফর ছিল চীনে, তখন বেইজিংয়ে রাষ্ট্রদূত ছিলেন জসীম উদ্দিন। তার আগে কাতার এবং গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পাালন করেন তিনি।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি ও টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন। কনস্যুলার পরিষেবার জন্য রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সের বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে জনপ্রশাসন পুরস্কারও পায়। পররাষ্ট্র সচিবকে নিয়ে সরকারী বেসরকারী সকল মহলেই অস্বস্তির কমতি ছিলো না। তবে সরকারি দায়িত্বে থাকার কারণে অনেকে তা প্রকাশ করতে পারছিলো না। তবে বেসকারীদের মুখ বন্ধ করে রাখতে পারিনি তৎকালীন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর চীনে বাংলাদেশের দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব হিসেবে আর না রাখার নীতিগত সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে হয়ে গেছে। এখন শুধুই বিদায়ের আনুষ্ঠানিকতা বাকি। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে জার্মানির বার্লিনে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহে হয়তো বর্তমান পররাষ্ট্র সচিবকে বিদায় জানানো হতে পারে।
আসিফ