ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জুঁইয়ের ‘পিরিতের ঘর’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১৮ মে ২০২৫

জুঁইয়ের ‘পিরিতের ঘর’

ফোক গানে এক অন্যরকম অবস্থানে আছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। রবিবার প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘পিরিতের ঘর’। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে জুঁইয়ের সহশিল্পী হিসেবেও আছেন আকাশ। জুঁইয়ের এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন। গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ‘পিরিতের ঘর’ গানের কথা আমার বেশি ভালো লেগেছে বিধায় গানটি করেছি। সুরটাও এক কথায় মনকাড়া। ভিডিওটাও ভীষণ যত্ন নিয়ে করা। সব মলিয়ে ‘পিরিতের ঘর’ সময়োপযোগী একটি চমৎকার গান। যে কারণে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি গানটি বিশেষত যারা ফোক গানপ্রেমী তাদের কাছে ভালো লাগবে। আমার বিশ^াস সবারই মনে ধরবে। বাকিটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ আকাশ মাহমুদকে এত চমৎকার একটি গান করার জন্য। তার জন্য শুভ কামনা রইল।
কিছু দিন আগেই জুঁইয়ের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘ভালোবাসা এমন কেন’ গানটি। এটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। জুঁইয়ের কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। এরপর তার কণ্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘ দুষ্টু মেয়ে’,  ‘ষোলোকলা’, ‘মরার কোকিলে’,‘ ভাগ্যে ছিলি না’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখী’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’ (প্রায় তিন কোটি), ‘জীবন মানে যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’, ইত্যাদি গান জুঁইয়ের কণ্ঠে আবারও ভীষণ আলোচনায় আসে। সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০-এর বেশি গান করেছেন। তবে জুঁইয়ের ধ্যান জ্ঞান শুধু গানকে ঘিরেই। জুঁই শুধু গান দিয়েই তিনি তার লক্ষ্যে পৌঁছাতে চান।

প্যানেল

×