ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পারভেজের কণ্ঠে এগিয়ে যাওয়ার প্রত্যয়

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:৪৯, ১৮ মে ২০২৫

পারভেজের কণ্ঠে এগিয়ে যাওয়ার প্রত্যয়

.

টি২০ তে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাটাররা যেখানে প্রায়শ সেঞ্চুরি হাঁকান, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে ওঠেন, বাংলাদেশকে সেখানে আন্তর্জাতিক আঙিনায় তিন অঙ্কের দেখা পেতে প্রায় এক দশক অপেক্ষা করতে হলো! শারজায় আমিরাতের বিপক্ষে প্রথম টি২০তে ২৭ রানের প্রত্যাশিত জয়ে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন লিটন দাস। ৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ওপেনার পারভেজ হোসেন ইমনের ১০০ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৯১ রানের বড় স্কোর গড়া টাইগাররা ১৬৪-এ গুটিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। দেশের হয়ে ইনিংসে সর্বাধিক ছক্কার পাশাপাশি দ্রুত সেঞ্চুরির (৫৪ বলে) রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন ইমন। তামিম ইকবালকে আইডল মেনে তারই রেকর্ড ভেঙে উচ্ছসিত ২২ বছর বয়সী প্রতিভাবান এ বাঁহাতি ব্যাটার। সিরিজ জিততে আত্মবিশ্বাসী লিটন বোলারদের কাছ থেকে আরও ভাল পারফর্ম্যান্স চান। একই ভেন্যুতে আজ খেলা শুরু রাত নয়টায়।
আন্তর্জাতিক টি২০ তে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি এটি। ভারতে ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। গোটা ইনিংসে দুইবার জীবন পাওয়া ইমন আউট হয়েছেন ঠিক ১০০ রানে। রানের রেকর্ডে তাই তামিমকে ছাড়িয়ে যাওয়া হয়নি। তবে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সবাইকে। ৫ চারের বিপরীতে হাঁকিয়েছেন বিশাল ৯টি ছক্কা। টি২০তে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। আরেকটি কীর্তিতে তামিমের সেঞ্চুরিও ছাপিয়ে গেছেন তিনি। শতক ছোঁয়া ইনিংসে ৬০ বলে মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম। তার চেয়ে ৬ বল কম খেলে এখন দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ (৫৪ বলে)। স্বীকৃত টি২০তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ইমনের। ২০২০ সালের বঙ্গবন্ধু টি২০ কাপের ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন বাঁহাতি এ ওপেনার। ‘এটা আমার জন্য স্পেশাল ইনিংস। আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি... আমার জন্য বিশেষ কিছু। ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম। খেলা দেখতাম। অনেক ভালো লাগত। ওনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ! ভালো লেগেছে।’ শুধু আক্রমণাত্মক ব্যাটিং নয়, স্পেশাল সেঞ্চুরি পেতে মাঠেই পরিকল্পনা সাজিয়েছিলেন ইমন। ম্যাচের পর জানিয়েছেন, অস্থির না হয়ে উইকেটের আচরণ বুঝে ইনিংসটি গড়েছেন তিনি, ‘আমি চেষ্টা করেছি উইকেট বুঝে নিজের প্রক্রিয়ায় থাকতে এবং নিজের পরিকল্পনায় থেকে এগিয়ে যেতে।’
শারজায় এদিন একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইমন, অন্যপ্রান্তে সতীর্থরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান তাওহীদ হৃদয়ের। সামগ্রিক অর্থে তাই ব্যাটিং খুব একটা ভালো হয়নি। এরপর প্রথম ভাগে বাংলাদেশের বোলারদের শাসন করে রীতিমতো চোখ রাঙাচ্ছিল আমিরাত। অধিনায়ক লিটন তাই উন্নতির অনেক জায়গা দেখছেন, ‘ইমন যেভাবে ব্যাটিং করেছে, খুবই দারুণ ছিল। তবে আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন ওভারে আমরা তেমন বেশি রান করতে পারিনি।’ বোলিং নিয়ে লিটন বলেন,‘আমাদেরকে বোলিংয়েও মনোযোগ দিতে হবে। এই মাঠ ও উইকেটে কোনো ধরনের বোলিং কাজে লাগবে, সেটি শিখতে হবে।’ সিরিজ জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক ‘অবশ্যই আত্মবিশ্বাসী। যেভাবে সবাই বোলিং করেছে। মাঝের ওভারগুলোতে মনে হচ্ছিল ফিফটি-ফিফটি। তবে যেভাবে সব বোলার বোলিং করেছে, দুর্দান্ত ছিল।’ অজানা কারণে দুবাই বিমানবন্দরে তিনদিন আটকে থাকা রিশাদ হোসেন ও নাহিদ রানা প্রথম ম্যাচে মাত্র ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দেন! স্বভাবতই বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়ে।
শারজায় প্রথম টি২০ শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলত এরই মধ্যে ভারতে পৌঁছে গেছেন মুস্তাফিজুর রহমান। সুতরাং আজ পরিবর্তন আসছে একাদশে।

প্যানেল

×