ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আশুলিয়ায় থেমে থাকা বাসে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা,সাভার

প্রকাশিত: ০১:৫১, ১৯ মে ২০২৫

আশুলিয়ায় থেমে থাকা বাসে অগ্নিকান্ড

ছবি: সংগৃহীত


সাভারের আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ মে) রাত বারোটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেড এলাকার চন্দ্রাগামী লেনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, এদিন রাতে মহাসড়কের ওই এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস থামিয়ে স্টাফরা কয়েল কিনতে যায়। এসময় কয়েল কিনে ফিরে এসে দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বাসটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আলীম

×