ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভ্রমণের আগেই জেনে নিন ইউরোপের ‘লুকানো ট্যাক্স’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:০০, ১৯ মে ২০২৫

ভ্রমণের আগেই জেনে নিন ইউরোপের ‘লুকানো ট্যাক্স’

ছবি: সংগৃহীত

অনেকেই যখন ইউরোপে গ্রীষ্মকালীন ছুটির প্রস্তুতি নিচ্ছেন, তখন আমিরাতভিত্তিক ভ্রমণকারীদের সতর্ক করা হচ্ছে একটি বাড়তে থাকা প্রবণতা সম্পর্কে: ইউরোপীয় পর্যটন কর। এই অতিরিক্ত চার্জগুলো প্রায়ই পরিবেশবান্ধব ফি বা টেকসই উন্নয়ন অবদানের নামে হোটেল বিলের সঙ্গে যুক্ত থাকে। কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট শহরে দিনের অতিথিদের কাছ থেকেও এই কর আদায় করা হয়, জানিয়েছে ইউরোপের পর্যটন বোর্ডগুলো।

“আপনি হয়তো মনে করছেন যে বিমানের টিকিট বা হোটেলের দামে ভালো একটা ডিল পাচ্ছেন, কিন্তু এই লুকানো করগুলো খুব দ্রুতই জমে বড় অঙ্কে পৌঁছাতে পারে,” বলছেন ভ্রমণ ও ভোক্তা অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ জেমি ফেয়ারহেড। “এসব করের নাম শুনলে নিরীহ মনে হয় – ‘এয়ার ট্যাক্স’, ‘ইকো কনট্রিবিউশন’, ‘সোজার্ন ফি’ – কিন্তু একেকটি পরিবারকে প্রতিবারের সফরে ৪৮০ দিরহামের বেশি খরচ পড়ে যেতে পারে।”

জানা গুরুত্বপূর্ণ যে, এই কর শুধু হোটেলে থাকার সঙ্গেই সীমিত নয়। উদাহরণস্বরূপ, ভেনিস শহরে দিনের অতিথিদের জন্য আলাদা ট্যাক্স আরোপ করা হয় এবং স্পেন ও ইতালিতে ক্রুজ যাত্রীদের জন্য ঘণ্টাপ্রতি বন্দর কর আদায় করা হয়, যা নিয়মিত শহর করের অতিরিক্ত।

স্থানীয় সরকারগুলোর দাবি, এই কর পর্যটনের প্রভাব নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ প্রকল্পে অর্থায়ন এবং ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সহায়ক। তবে “ক্লিন এয়ার ফি” বা “সাসটেইনেবিলিটি ট্যাক্স” নাম দিয়ে এই কর তুলে ধরার পদ্ধতি অনেক ভ্রমণকারীকে এমন এক অনুভূতি দেয় যেন তারা এমন কিছুর জন্য অর্থ দিচ্ছেন, যা আগে বিনামূল্যে ছিল।

ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, গন্তব্যস্থলের নির্দিষ্ট পর্যটন কর সম্পর্কে আগেই গবেষণা করে তা ভ্রমণের মোট বাজেটের অংশ হিসেবে বিবেচনা করার জন্য।

ইউরোপের কিছু অপ্রত্যাশিত পর্যটন করের বিবরণ নিচে দেওয়া হলো:

  • ভেনিস, ইতালি: ‘সিটি অ্যাক্সেস ফি’ বা ‘ডে ভিজিটর ট্যাক্স’ এমন ভ্রমণকারীদের ওপরও প্রযোজ্য যারা রাতারাতি থাকছেন না। খরচ: প্রতি ব্যক্তি প্রতি দিন ২৪ দিরহাম

  • বালেয়ারিক দ্বীপপুঞ্জ, স্পেন: ‘সাসটেইনেবল ট্যুরিজম ট্যাক্স’, যা প্রতি রাত ৪.৮৭ থেকে ১৯.৪ দিরহাম পর্যন্ত হতে পারে

  • বার্সেলোনা, স্পেন: ‘ট্যুরিজম ট্যাক্স’ এবং ক্রুজ যাত্রীদের জন্য অতিরিক্ত ফি। ট্যাক্স: প্রতি রাত ১৩.৪ দিরহাম, ক্রুজ ফি: ১৪.৬ দিরহাম

  • লুবলিয়ানা, স্লোভেনিয়া: ‘এনভায়রনমেন্টাল সারচার্জ’, হোটেল মারফত আদায় করা হয়। প্রতি রাত প্রায় ৯.৭ দিরহাম

  • আমস্টারডাম, নেদারল্যান্ডস: ‘তোয়েরিসটেনবেলাস্টিং’ (পর্যটন কর) এবং অতিরিক্ত এয়ার কোয়ালিটি চার্জ। হোটেল কর: রুম রেটের ৭%

  • ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া: ‘সোজার্ন ট্যাক্স’ যা পর্যটন অবকাঠামোতে ব্যয় হয়। প্রতি রাত প্রায় ৭.৩১ দিরহাম

  • ভিয়েনা, অস্ট্রিয়া: ‘লোকাল লেভি’, যা পর্যটন প্রচার ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়। রুম রেটের ৩.২%

  • প্যারিস, ফ্রান্স: ‘ট্যাক্স দ্য সেজুর’ হোটেলের তারকা রেটিং অনুযায়ী পরিবর্তন হয়। প্রতি রাত ৪.৮৭ থেকে ২৪.৩ দিরহাম

  • স্যান্টোরিনি, গ্রিস: ‘স্টেওভার ট্যাক্স’ হোটেলের মান অনুযায়ী ধাপে ধাপে বাড়ে। প্রতি রাত ২.৪ থেকে ১৯.৪ দিরহাম

  • রেইকিয়াভিক, আইসল্যান্ড: ‘অ্যাকমোডেশন ট্যাক্স’, যা সরকার পরিচালিত পর্যটন তহবিলে যায়। ৮.৪ থেকে ১৬.৮৬ দিরহাম

  • পর্তুগাল (লিসবন, পোর্তো): ‘মিউনিসিপ্যাল ট্যুরিজম ট্যাক্স’, যা স্থানীয় উন্নয়নের জন্য। প্রতি রাত ৯.৭ দিরহাম

  • রোম, ইতালি: ‘ট্যুরিস্ট কনট্রিবিউশন’ হোটেলের মান অনুযায়ী আলাদা। প্রতি রাত ১৪.৬ থেকে ৩৪.১ দিরহাম

  • সুইজারল্যান্ড (জারমাট): ‘কুরটাক্সে’, যা বাতাস, দৃশ্যপট ও পর্যটন সুবিধার জন্য আদায় হয়। প্রতি রাত ৯.৭৪ থেকে ১৭.০৫ দিরহাম

  • জার্মানি (কোলন, বার্লিন): ‘সিটি ট্যাক্স’ বা ‘কালচার ট্যাক্স’, যা স্থানীয় সংস্কৃতি, জাদুঘর ও ইভেন্টে ব্যবহৃত হয়। রুম রেটের ৫%

  • মাল্টা: ‘ইকো কনট্রিবিউশন’, যা পরিবেশ রক্ষার জন্য আদায় হয়। প্রতি রাত ২.৪৪ দিরহাম, সর্বোচ্চ সীমা ২৪.৩ দিরহাম

শহীদ

×