
ছবি: সংগৃহীত
প্রায় দেড় হাজার বছরের পুরনো এক ঐতিহ্যবাহী পদ্ধতি ভোঁদড় দিয়ে মাছ শিকার। সময় বদলালেও এই ব্যতিক্রমী পেশাটি এখনও ধরে রেখেছে নড়াইলের কলোরোয়া ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মাত্র আটটি পরিবার।
গ্রামের একজনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকটি প্রশিক্ষিত ভোঁদড় খালের পানিতে ডুব দিয়ে মুখে মাছ ধরে আনছে। এক মাছ শিকারি জানান, তার কাছে থাকা ভোঁদড়গুলোর বয়স ৩ থেকে ৮ বছরের মধ্যে। প্রতিটি ভোঁদড় গড়ে ২০ বছর পর্যন্ত বাঁচে, যা এই পেশাকে দীর্ঘমেয়াদী করতেও সাহায্য করে।
মাছ ধরে, কিন্তু খায় না!
শিকারিরা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ভোঁদড়গুলো পানিতে ডুব দিয়ে মাছ ধরে আনলেও তা খায় না। শিকার শেষে যখন তাদের খাদ্য দেওয়া হয়, তখনই তারা খায়।
এমন আচরণ তাদের নিয়মিত প্রশিক্ষণ ও মানুষের প্রতি আনুগত্যের নিদর্শন।
শীতেও থেমে থাকে না শিকার
তীব্র শীতেও এই ভোঁদড়গুলো মাছ ধরতে কোনো সমস্যায় পড়ে না। বরং ঠান্ডার পানিতে স্বাচ্ছন্দ্যেই শিকার চালিয়ে যায় তারা।
ভিন্ন কৌশলে মাছ ধরার আরও এক পদ্ধতি
শুধু মুখ দিয়ে মাছ ধরা নয়, এই ভোঁদড়গুলো মাছ তাড়িয়ে দেয় পূর্বে পেতে রাখা জালের দিকে। ফলে মাছগুলো জালে আটকে পড়ে, আর শিকারি পরিবারগুলো সহজেই মাছ সংগ্রহ করতে পারেন।
প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিকতার ঢেউয়ের মাঝে এমন প্রাকৃতিক কৌশলে মাছ ধরার পদ্ধতি আজ বিলুপ্তির পথে। তবে, গোয়ালবাড়ি গ্রামের এই অল্প কয়েকটি পরিবার এখনও প্রাণ দিয়ে টিকিয়ে রেখেছে পূর্বপুরুষদের আদিম এই ঐতিহ্য।
সূত্র: https://www.facebook.com/share/v/1GBcrcdJ71/
রাকিব