ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌজাহাজের ধাক্কা: জানা গেলো ভয়াবহ দুর্ঘটনার কারণ

প্রকাশিত: ০৫:২২, ১৯ মে ২০২৫; আপডেট: ০৫:২৪, ১৯ মে ২০২৫

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌজাহাজের ধাক্কা: জানা গেলো ভয়াবহ দুর্ঘটনার কারণ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ব্রুকলিন ব্রিজে শনিবার রাতে ‘কুয়াউথেমক’ নামে মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ ভয়াবহভাবে ধাক্কা খায়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, জাহাজটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দিকে এগিয়ে যায়। সংঘর্ষে জাহাজের তিনটি মাস্তুলই ভেঙে পড়ে, ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং অন্তত ১৯ জন আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স-এ (আগে টুইটার) পোস্ট করে জানান, ‘জাহাজটিতে মোট ২৭৭ জন ছিলেন। ১৯ জন আহত হয়েছেন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২ জন মারা গেছেন।’

জাহাজটির দৈর্ঘ্য ৯১ মিটার ও প্রস্থ ১২ মিটার। এটি ১৯৮২ সাল থেকে নৌ-বাহিনীর ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। এ বছর ৬ এপ্রিল কুয়াউথেমক জাহাজটি মেক্সিকোর আকাপুলকো বন্দর ছেড়ে যাত্রা শুরু করেছিল, গন্তব্য ছিল আইসল্যান্ড।

কীভাবে ঘটল দুর্ঘটনাটি?

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিশেষ অপারেশন ইউনিটের প্রধান উইলসন আরামবোলেস জানান, স্থানীয় সময় রাত ৮:২০ মিনিটে জাহাজটি হঠাৎ বিদ্যুৎ হারায়। তখন এটি ব্রুকলিন ব্রিজের কাছে ছিল। ক্যাপ্টেন যতই জাহাজটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ততই সেটি সোজা ব্রিজের পিলারের দিকে এগিয়ে যায়।

ব্রিজের কেন্দ্রীয় অংশে যেখানে সবচেয়ে বেশি ফাঁকা জায়গা, সেটির উচ্চতা ১৩৫ ফুট। কিন্তু কুয়াউহটেমোক-এর তিনটি মাস্তুলই ছিল ১৪৭ ফুট লম্বা। ফলে নিচ দিয়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না। সংঘর্ষে মাস্তুল ভেঙে পড়ে এবং উপরে অবস্থান করা কয়েকজন নাবিক গুরুতর আহত হন। নিহতরা এদের মধ্যেই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্টের শোকবার্তা

এ দুর্ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘নিউ ইয়র্কে আমাদের প্রশিক্ষণ জাহাজ কুয়াউথেমক-এর দুজন সাহসী সদস্যকে হারিয়ে আমরা শোকাহত।’

ঘটনার দৃশ্য

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জাহাজটি আলোকসজ্জায় সজ্জিত ছিল এবং বিশাল মেক্সিকান পতাকা উড়ছিল। শত শত মানুষ পূর্ব নদীর ধারে দাঁড়িয়ে জাহাজটিকে বিদায় জানাচ্ছিল। হঠাৎ সংঘর্ষ ঘটে এবং মাস্তুলগুলো ভেঙে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরে জাহাজটিকে ম্যানহাটন ব্রিজ সংলগ্ন অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। জাহাজটি গত মঙ্গলবার থেকে ম্যানহাটনের একটি ঘাটে অবস্থান করছিল এবং দুর্ঘটনার সময় সেখান থেকে রওনা দিয়েছিল।

 

সূত্র: এনডিটিভি

রাকিব

×