ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে স্বর্ণ লুটের হিড়িক, আত্নীয়ের ছদ্মবেশে স্বর্ণ লুট!

প্রকাশিত: ০৯:১৬, ১৯ মে ২০২৫; আপডেট: ০৯:১৯, ১৯ মে ২০২৫

চট্টগ্রামে স্বর্ণ লুটের হিড়িক, আত্নীয়ের ছদ্মবেশে স্বর্ণ লুট!

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একাধিক সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যাদের মূল লক্ষ্য স্বর্ণ ও স্বর্ণ ব্যবসায়ী। তারা কখনো প্রকাশ্যে অস্ত্রের মুখে ছিনতাই চালায়, আবার কখনো আত্মীয়ের ছদ্মবেশে বাসায় ঢুকে প্রতারণার মাধ্যমে স্বর্ণ ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব চক্রের কৌশল অত্যন্ত পরিকল্পিত ও অভিনব, যা জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

 

 

 

গত ৮ মে সকালে চট্টগ্রাম নগরীর রেলওয়ে পাবলিক স্কুলের সামনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। হাজারীগলির স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়া প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন, এমন সময় সাত-আট জনের একটি সংঘবদ্ধ দল বাস থেকে তাকে টেনে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা তার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দশ দিন পর আরমান ও সাজু নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ ভরি স্বর্ণ ও ৩ লাখ ৩০ হাজার টাকা। পুলিশ জানায়, ছিনতাই করা চুরিগুলো গলিয়ে ফেলা হয়েছিল এবং তাদের একজনের কাছ থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, এই চক্রের পেছনে রয়েছে বড় একটি নেটওয়ার্ক ও নেতৃত্বে রয়েছে আরও "বড় মাথা"।

 

 

 

এই চক্রগুলো বিশেষভাবে স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করছে। তারা হাজারীগলি বা অন্যান্য স্বর্ণ মার্কেটের ব্যবসায়ীদের গতিবিধি নজরে রেখে সুযোগমতো আক্রমণ করে। পুলিশের ভাষ্যমতে, এসব অপরাধীরা একেবারেই হঠাৎ কাজ করে না, বরং *পূর্ণ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে চুরি-ডাকাতি করে*। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই ধরনের অপরাধ প্রবণতাও বেড়েছে।

 

 

শুধু রাস্তাঘাটে নয়, চক্রগুলো এখন বাসাবাড়িতেও হানা দিচ্ছে। গত *১৫ মে, হালিশহরের এক আমেরিকা প্রবাসীর বাসায় আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে এক নারী প্রতারক **১৫ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা* নিয়ে পালিয়ে যায়।

এভাবে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সুগন্ধা আবাসিক এলাকার এক বৃদ্ধার বাসা থেকেও একই কৌশলে ৫০ ভরি স্বর্ণ হাতিয়ে নিয়েছিল প্রতারক চক্র। এই ধরনের ঘটনা আবারও প্রমাণ করে, অপরাধীরা এখন সামাজিক ছদ্মবেশ ও আস্থাকে ব্যবহার করছে চুরির মাধ্যম হিসেবে।

 

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা এসব সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তৎপর রয়েছে এবং শিগগিরই পুরো নেটওয়ার্কটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

 

সূত্র:https://youtu.be/vJKd_G7_F2I?si=qCcnL5O31eDW3oau

আঁখি

×