ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের অবস্থা এখন ‘চলিতেছে সার্কাস’: রুমিন ফারহানা

প্রকাশিত: ১২:৫৭, ১৯ মে ২০২৫

বাংলাদেশের অবস্থা এখন ‘চলিতেছে সার্কাস’: রুমিন ফারহানা

ছ‌বি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির এক আলোচনায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এই মুহূর্তের বাংলাদেশ অতি অস্থির। আমি যদি আজকের মাত্র তিনটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, তাহলেই পুরো পরিস্থিতি বোঝা যাবে। আপনারা জানেন, ছাত্রদলের একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার বিচারপ্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল আজ শাহবাগ অবরোধ করে।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, বিগত সরকারের সময় বরখাস্ত হওয়া কিছু সেনা কর্মকর্তা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। এদের একজন সেনাসদস্য সারা দেশের ক্যান্টনমেন্টগুলো ঘুরে যেসব সেনা সদস্য পারিবারিক বা অন্যান্য কারণে বরখাস্ত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রচারণা চালাচ্ছেন। এমনকি, আজ বিকেল ৬টা-৭টার দিকেও একজন মেজর জেনারেল প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।”

রুমিন ফারহানা বলেন, “অন্যদিকে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কাকরাইল ও হাইকোর্টের আশপাশে অবস্থান নিয়েছেন। ফলে আপনি সহজেই বুঝতে পারেন—শাহবাগ, কাকরাইল, প্রেস ক্লাব—এই সব জায়গা ঢাকা শহরের প্রাণকেন্দ্র। নগরভবনও আজ অবরুদ্ধ ছিল। এমন পরিস্থিতিতে পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “শুধু আজকের ঘটনাগুলোই যদি কেউ পর্যবেক্ষণ করেন, তাহলে দেশের সামগ্রিক চিত্র বুঝতে খুব বেশি সময় লাগবে না। অনেকে বলছে—চলছে সার্কাস। এটিই এখন বাংলাদেশের বাস্তব চিত্র।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=9-pVCULwar4

এএইচএ

×