
ছবি: সংগৃহীত।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
ফারিয়ার গ্রেপ্তারের পর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে ঢাকাই সিনেমার আরও তিন আলোচিত অভিনেত্রী—পরীমনি, মাহিয়া মাহি ও ময়ূরীর—আইনগত জটিলতায় জড়িয়ে পড়ার ঘটনা।
পরীমনি: ২৭ দিনের কারাবাস
২০২১ সালের আগস্ট মাসে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর প্রায় ২৭ দিন কারাবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তির পর চলচ্চিত্রে ফেরার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও তৈরি হয় নতুন আলোচনার ঢেউ।
মাহিয়া মাহি: পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ১১ ঘণ্টা হেফাজতে
২০২৩ সালের মার্চে মাহিয়া মাহি তার স্বামীর সঙ্গে ফেসবুক লাইভে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তাদের বিরুদ্ধে। সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই মাহিকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১১ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিন পান তিনি।
ময়ূরী: বিতর্কে জড়ালেও জেল হয়নি
২০০০-এর দশকের গোড়ার দিকে চলচ্চিত্র অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন নায়িকা ময়ূরী। অশ্লীলতার অভিযোগে তাকে নিয়ে চলচ্চিত্রপাড়ায় বহু বিতর্ক তৈরি হয়। যদিও তার জেল খাটার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে একাধিকবার পড়েছিলেন বলে জানা যায়।
নুসরাত