ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে মেরিন ইন্সটিটিউটে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ১৯ মে ২০২৫

ফরিদপুরে মেরিন ইন্সটিটিউটে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি

তিন দফা দাবি নিয়ে এবার মাঠে নেমেছে মেরিন ইনস্টিটিউট। সারা বাংলাদেশে ছয়টি মেরিন ইনস্টিটিউট একযোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ডাক দিয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর মেরিন একাডেমি ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করেন।

ছাত্রদের তিনটি দাবি যথাক্রমে-

প্রথম দফা: ২০১৪ সালের ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডা. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত (মেরিন ও শিপবিল্ডিং এর ছাত্রদের ছয় মাসের প্রী_সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার সিডিসি প্রধান) সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হবে। 

দ্বিতীয় দাবি: বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ:সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীববিল্ডিং ডিপ্লোমা ধারীদের নিয়োগ বিধি চালু করতে হবে। 

তৃতীয় দফা: প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত এই বেকার তৈরির কারখানায় (ছয়টি মেরিন ইনস্টিটিউট) একযোগে অনেক অনির্দিষ্টকালের জন্য শাটডাউন চলবে। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন।

সজিব

×