ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতুমীর কলেজে হল খোলার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বি, তিতুমীর কলেজ

প্রকাশিত: ১৯:২৩, ১৯ মে ২০২৫

তিতুমীর কলেজে হল খোলার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের আবাসিক হল (শহীদ মামুন হল) খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার (১৯ মে) দুপুর দুইটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। হলগুলোতে বসবাসের সুযোগ এবং কোন শিক্ষার্থী হলে উঠবে সেই তালিকা দ্রুত প্রকাশের দাবিতে তারা এই কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষার্থীদের দাবি, হল খুলে না দিলে এবং বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাইরে মেস বা বাসা ভাড়া করে থাকা অনেক শিক্ষার্থীর জন্য এটি আর্থিকভাবে কষ্টসাধ্য হয়ে উঠেছে। দ্রুত হল খুলে দিলে তারা যেমন নিরাপদে থাকতে পারবেন, তেমনি জীবনযাত্রার ব্যয়ও কিছুটা কমবে।

অন্যদিকে, কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রকৌশলীরা হলের সংস্কার ও অন্যান্য উন্নয়ন কাজ করছেন। এই কাজ এখনো সম্পন্ন না হওয়ায় হলগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও, ডেসকো থেকে হলের সাব-স্টেশনে প্রক্রিয়াগত জটিলতার কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না, যার ফলে লিফটগুলোও চালু করা যাচ্ছে না।

শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতি দেখালেও, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে বসে আছেন। তাদের কণ্ঠে হল খোলার দাবিতে বিভিন্ন স্লোগান শোনা গেছে।

এ বিষয়ে শিক্ষার্থী আলি আহমেদ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের কষ্টের কথা প্রশাসনকে বারবার জানিয়েছি। এখন আমরা হল খোলার সুনির্দিষ্ট তারিখ এবং কারা কোন হলে উঠবে সেই তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হব।"

আরেক শিক্ষার্থী রায়হান বলেন, "দীর্ঘদিন যাবত আমাদের হল বন্ধ রয়েছে। ৫ আগস্টের পূর্বে আক্কাসুর রহমান আঁখি হল ছাত্রলীগের দখলে ছিল। কিন্তু জুলাই আন্দোলনে হলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। অপরদিকে নবনির্মিত ১০ তলা শহীদ মামুন হল প্রশাসনের তালবাহানার কারণে এখনো চালু করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে এই অবস্থান কর্মসূচি নিয়েছে।"

একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি। তবে, হলের সংস্কার কাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে কাজটি ভালোভাবে শেষ করা প্রয়োজন। আশা করি খুব শিগগিরই এর সমাধান হবে।"

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, তিনি দ্রুত সময়ের মধ্যে হলের বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি জানান, বারবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে হলের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হলেও তারা তালবাহানা করছে।

এদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর আগে ১ জুনের মধ্যে হল খোলার ঘোষণা দিলেও বর্তমানে তা পিছিয়ে ১৫ জুন নির্ধারণ করেছে।

তবে, শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনের এই বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, হলের নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতা তাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। দ্রুত এর একটি সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিতুমীর কলেজে ছাত্রদের জন্য দুটি হল থাকলেও তার মধ্যে আক্কাসুর রহমান আঁখি হল গত বছরের ১৮ জুলাই ভাঙচুরের ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়। যদিও হলটি সংস্কার করে পুনরায় চালু করার কথা ছিল, তবে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। অপরদিকে, নবনির্মিত ১০ তলা বিশিষ্ট শহীদ মামুন ছাত্রাবাসের কাজ চলছে ধীরগতিতে। ফলে ছাত্রদের আবাসন সংকট দিনদিন প্রকট হয়ে উঠছে। বর্তমানে কলেজের শতভাগ ছেলে শিক্ষার্থীকেই মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।
 

মারিয়া

×