
ছবি: দৈনিক জনকন্ঠ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এখন বিভিন্নভাবে দেশের রাজনীতিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, দেশের পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। কিন্তু বর্তমানে দেশের আইনের যা অবস্থা, দেশের আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি, দেশে প্রতিদিন যা ঘটছে এ থেকে উত্তরণ ঘটাতে হবে।
সোমবার (১৯ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের তুলারডাঙ্গী গুচ্ছ গ্রামে পাঁচটি বসত বাড়ি পুড়ে যাওয়া পরিবারের আর্থিক সহায়তা দেওয়ার পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হচ্ছে। দেশের মানুষ বিভিন্নভাবে বিপদে-আপদে আছে। এ থেকে উত্তরণ ঘটাতে হলে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, নতুন প্রজন্ম দেখেছে সেই নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতেই হবে।”
পরে তিনি পুড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলি শরীফ সহ প্রমুখ।
মিরাজ খান