
ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ
১১ সপ্তাহ অবরোধ করে রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। গাজায় ‘যাতে দুর্ভিক্ষ দেখা না দেয়’, তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ নিয়ে সুপারিশ করার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। জানা গেছে, গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ‘গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার’ কয়েক ঘণ্টার মধ্যে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার এ ঘোষণা এলো। এতে বলা হয়, ‘মানবিক সহায়তার নিয়ন্ত্রণ হামাসের হাতে যাতে না যায়, তা নিশ্চিত করার জন্য ইসরাইল পদক্ষেপ নেবে। এ ছাড়া সহায়তা যেন হামাস সন্ত্রাসীদের কাছে পৌঁছতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।’
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেবে তারা। সেখানে হামাসের কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)-এর প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, গাজা উপত্যকার পরিবারগুলোর ‘অকল্পনীয়’ ধ্বংসযজ্ঞের মুখোমুখি। সংস্থাটি বলছে, ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় গাজার ৯২ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সোমবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা ‘আনরোয়ার’ প্রধান ঘোষণা করেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় এই সংস্থার ৩০০ জনেরও বেশি কর্মী ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
গাজা জুড়ে ইসরাইলি হামলা ॥ গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সোমবার ফিলিস্তিনি ভূখ- জুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন এবং সেনাবাহিনী ব্যাপক আক্রমণ চালিয়েছে। দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস এবং এর আশপাশে ভারি হামলা হয়েছে। গাজা সিটি থেকে এএফপি এই খবর জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল-হামস জানান, খাদ্য সহায়তা বন্ধের কারণে এখন পর্যন্ত অন্তত ৫৭ জন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরাইল নতুন করে হামলা শুরু করার পর এখন পর্যন্ত ৩,১৯৩ জন নিহত হয়েছেন। আর পুরো যুদ্ধজুড়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩,৩৩৯ জনে।
নেদারল্যান্ডসে ফিলিস্তিনিদের পক্ষে সামবেশ ॥ গাজায় ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থিরা। রবিবার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন। দ্য হেগ থেকে সিনহুয়া এই খবর জানায়।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সংবলিত, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন। তারা মুখেও বিভিন্ন স্লোগান দিয়েছেন।