ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নেতানিয়াহুর হাতে এলি কোহেনের স্মৃতি: ৬ দশক পর মোসাদের সফল অভিযান

প্রকাশিত: ০১:৩২, ২০ মে ২০২৫

নেতানিয়াহুর হাতে এলি কোহেনের স্মৃতি: ৬ দশক পর মোসাদের সফল অভিযান

ছবি: সংগৃহীত

ইসরায়েল সম্প্রতি সিরিয়ার গোয়েন্দা সংরক্ষণাগার থেকে প্রখ্যাত মোসাদ গুপ্তচর এলি কোহেনের প্রায় ২,৫০০টি আইটেম উদ্ধার করেছে, যা তার মৃত্যুর ৬০ বছর পরের ঘটনা। এই উদ্ধারকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত চিঠিপত্র, ছবি, নকল পাসপোর্ট, হাতে লেখা নোট এবং সিরিয়ার গোয়েন্দা সংস্থা কর্তৃক ১৯৬৫ সালে তার গ্রেপ্তারের পর জব্দকৃত অন্যান্য ব্যক্তিগত বস্তু।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উদ্ধারকৃত সামগ্রীগুলো এলি কোহেনের স্ত্রী নাদিয়া কোহেনের হাতে তুলে দেন এবং জানান যে, এই অপারেশনটি মোসাদের মাধ্যমে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, "এলি কোহেন আমাদের জাতীয় বীর এবং তার অবদান চিরস্মরণীয়।"

এলি কোহেন ১৯৬০-এর দশকে সিরিয়ার রাজনৈতিক ও সামরিক মহলে গভীরভাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন, যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ১৯৬৫ সালে সিরিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে এবং একই বছরের ১৮ মে দামেস্কের একটি জনসমক্ষে ফাঁসি দেয়। তার দেহ এখনও ইসরায়েলে ফেরত আনা যায়নি, এবং ইসরায়েল সরকার তার দেহ ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই উদ্ধারকৃত সামগ্রীগুলো এলি কোহেনের জীবনের উপর নতুন আলোকপাত করে এবং তার সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতি পুনরুজ্জীবিত করে। এটি ইসরায়েলের গোয়েন্দা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। 

আলীম

আরো পড়ুন  

×