
ছবি: সংগৃহীত
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই হৃদয়ছোঁয়া ধ্বনিতে আবারও মুখরিত পবিত্র নগরী মক্কা ও মদিনা। হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমদের উপস্থিতিতে পবিত্র ভূমি এখন উৎসবমুখর ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ।
ইতোমধ্যেই লাখ লাখ হজযাত্রী পবিত্র নগরীতে পৌঁছে গেছেন। শুরু হয়েছে তাদের পবিত্র হজ পালন প্রস্তুতি। কেউ জমজমের পানি পান করছেন, কেউ কাবা শরিফ তাওয়াফে মগ্ন, আবার কেউ মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে সালাম জানাচ্ছেন।
সৌদি সরকার ও হজ মন্ত্রণালয় জানায়, এবারের হজে অংশ নিতে ১৫০টির বেশি দেশ থেকে প্রায় লক্ষাদিক হজযাত্রী সৌদি আরবে এসেছেন। হজযাত্রীদের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা। এছাড়া চলাচলের জন্য বিশেষ ট্রান্সপোর্ট সার্ভিস ও হজ নির্দেশিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ থেকে আসা এক হজযাত্রী বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সফর। কাবা শরিফের সামনে দাঁড়িয়ে দোয়া করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
আগামী কয়েকদিনের মধ্যেই মূল হজ কার্যক্রম শুরু হবে। আরাফাতের ময়দানে বিশ্ব মুসলিম একত্র হয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবেন। এই মহামিলনের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি।
শহীদ