ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সম্পত্তিতে বোনদের অধিকারবঞ্চিত করা নিয়ে কী বলছে ইসলাম?

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ মে ২০২৫; আপডেট: ১৫:০৩, ১৮ মে ২০২৫

সম্পত্তিতে বোনদের অধিকারবঞ্চিত করা নিয়ে কী বলছে ইসলাম?

ছবি: সংগৃহীত

মুসলিম আইনে নারীদের উত্তরাধিকার স্বীকৃত এবং সুনির্দিষ্ট। এ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হলে তারা আইনানুযায়ী যথাযথ প্রতিকার পেতে পারেন। মুসলিম আইনানুযায়ী বাবা কিংবা মা মারা যাওয়ার পর যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে তাদের রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যা পাবেন, মেয়েরা তার অর্ধেক পাবেন। অর্থাৎ ভাইয়েরা ইচ্ছা করলেই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না। 

এ বিষয়ে মতামত জানতে চাইলে জনপ্রিয় আলেম শায়খ আহমাদুল্লাহ দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, আজকের বাস্তবতায় মুসলিম সমাজের জন্য বড় একটি লজ্জাস্কর ব্যাপার যে অনেক নামাজী-কালামী মানুষও বাবা-মায়ের সম্পদে বোনদের যে অধিকার, বোনদের যে প্রাপ্য হিস্যা, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। 

তিনি বলেন, আল্লাহ তায়ালা সুরা বাকারায় বলেছেন- “হে ঈমানদারগণ, তোমরা পরস্পর পরস্পরের হক মেরে খেও না।” ঠিক একইভাবে নবী করীম (সা.) বলেছেন, “যে ব্যক্তি অল্প পরিমাণ জমি বা তার কোন সম্পদ অন্যঅভাবে ভক্ষণ করবে বা সেটাকে সে জবরদখল করবে, আল্লাহতায়ালা কিয়ামতের দিন সাতস্তরের এই পুরো পৃথিবী তার গলায় ঝুলিয়ে দিবেন।”

 

এসইউ

×