
দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের প্রথম দফার মেগা পুরস্কার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রাজধানীর শাওমি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।
গত ৭ মে শুরু হওয়া এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ক্রেতারা পেয়েছেন নানা ধরনের উপহার। প্রথম দফার মেগা পুরস্কার বিজয়ীদের মধ্যে মো. আলামিন খান পেয়েছেন নগদ পাঁচ লক্ষ টাকা। এছাড়া মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী পেয়েছেন মাল্টি-ডোর রেফ্রিজারেটর এবং আকাশ হাওলাদার ও রানা তান্তি পেয়েছেন একটি করে এয়ার কন্ডিশনার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, "শাওমি দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। প্রযুক্তিকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে শাওমির অবদান গুরুত্বপূর্ণ। ঈদকে কেন্দ্র করে এমন ক্যাম্পেইন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শাওমি ফ্যানরাই এর প্রকৃত বিজয়ী, যারা এই ভালোবাসা দিয়ে ব্র্যান্ডটিকে এগিয়ে নিচ্ছে।”
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আমাদের এই ক্যাম্পেইন। আমরা চাই সবসময় নতুন উদ্ভাবন ও সেবা নিয়ে মানুষের পাশে থাকতে। এই ক্যাম্পেইনের মাধ্যমে শাওমির সঙ্গে গ্রাহকদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।”
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের আওতায় শাওমির স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন নিশ্চিত উপহার হিসেবে রেডমি ইয়ারবাডস, টি-শার্ট ও ডাটা বান্ডেল। ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও রয়েছে। এখনো চলছে মেগা পুরস্কার জয়ের সুযোগ।
নুসরাত